গোবিন্দগঞ্জের ‘আদিবাসী পল্লি’ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ১৮:৪০ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ২০:০৪
৩ জানুয়ারি ২০২২ ১৮:৪০ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ২০:০৪
গাইবান্ধা: গোবিন্দগঞ্জের চাঙ্গুরা ‘আদিবাসী পল্লি’ থেকে স্বামী অনিল মূরমূ (৪০) ও স্ত্রী সুমী হেমব্রমের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুরা থেকে বন্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় স্বামীর ও বারান্দার থাকার জায়গা থেকে স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী জানান, অনিল মূরমূ মাঝে মধ্যেই নেশা করতো, এই নেশা নিয়েই স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। এরইজেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আত্মহত্যা করে থাকতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দু’টি উদ্ধার করে মর্গে পাঠানো ও থানা এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এমও