Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির আলটিমেটাম ফাঁকা কলসি বাজানোর মতো: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ১৮:০৯

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নানা ইস্যুতে বিএনপির আলটিমেটাম হলো ফাঁকা কলসি বেশি বাজার মতো। গত ১৩ বছর ধরে দলটির নেতাদের নানা আলটিমেটাম আমরা পেয়ে আসছি।

সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকতা পেশার মানদণ্ড বিষয়ে প্রেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

‘২০২২ সালই হবে সরকারের শেষ সময়’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন হুমকির প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘এমন আলটিমেটাম তো গত ১৩ বছর ধরে পেয়ে আসছি। এই সাল সেই সাল, এই ঈদ সেই ঈদ, ঈদের পরেই হবে, বর্ষার পরেই হবে, শীতের পরে এই হবে সেই হবে- এরকম কথা তো মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা বরাবরই বলে আসছেন। তাদের কথাগুলো ফাঁকা কলসি বাজানোর মতো।’

উল্লেখ্য, রোববার বগুড়ায় আয়োজিত এক সমাবেশে বিএনপি নেতারা সরকার পতনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ বছরই তাদের শেষ সময় বলেও বিএনপির সমাবেশে মন্তব্য করা হয়।

সারাবাংলা/জেআর/একে

আওয়ামী লীগ টপ নিউজ ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর