‘কো-মরবিডিটি থাকলে কম বয়সীরাও বুস্টার ডোজ পাবেন’
৩ জানুয়ারি ২০২২ ১৫:৪৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১৯:৫০
ঢাকা: বিভিন্ন ধরনের কো-মরবিডিটিতে ভুগছেন যারা, তারা ৬০ বছরের চেয়ে কম বয়সী হলেও বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি হেলথ) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। দুয়েকদিনের মধ্যেই এই বয়সসীমা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৩ জানুয়ারি) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিজি হেলথ।
দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগের পাশাপাশি বুস্টার ডোজের প্রয়োগ শুরু হয়েছে গত ২৮ ডিসেম্বর। তবে কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা এবং ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্যই আপাতত ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর।
আরও পড়ুন- মার্চ-এপ্রিলে বাড়তে পারে সংক্রমণ— আশঙ্কা স্বাস্থ্য অধিদফতরের
সেই সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে ডিজি হেলথ বলেন, দুয়েকদিনের মধ্যেই বুস্টার ডোজ গ্রহণের বয়সসীমা কমানোর পরিকল্পনা করছে সরকার। ৬০ বছরের কম বয়সী নাগরিকদের মধ্যে যাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস আছে, তারা বুস্টার ডোজ নিতে পারবেন এসএমএস ছাড়াই। এ ক্ষেত্রে তারা যে কেন্দ্রে ভ্যাকসিন নিয়েছেন সেই কেন্দ্রেই প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দেখিয়ে ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে পারবেন।
তিনি বলেন, যাদের কো-মরবিডিটি আছে, যারা স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন, তারা বুস্টার ডোজ নিতে পারবেন। সেক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না। এক্ষেত্রে ভ্যাকসিন কার্ড নিয়ে কেন্দ্রে যেতে হবে। তাকে বলতে হবে যে তার শারীরিক অসুস্থতা রয়েছে। কারও ক্যানসার আছে, কিন্তু বয়স ৪০। সে বাদ যাবে কেন? আমরা তাকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করব।
এ বি এম খুরশীদ আলম জানান, ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার সময়ে সব তথ্য নেওয়া হয়েছে। এটি দেখেই নিশ্চিত হবে যে তার কো-মরবিডিটি আছে কি না। এর মধ্যে যেসব কো-মরবিডিটি বেশি ঝুঁকিপূর্ণ, যেমন— ক্যানসার, অ্যান্টিক্যানসার ড্রাগ সেবনকারী, যারা রেডিয়েশন বা কেমোথেরাপি পেয়েছে, যাদের ইমিউন দুর্বল— এ ধরনের মানুষগুলোকে আমরা প্রাধান্য দিতে চাচ্ছি।
ডিজি হেলথ আরও বলেন, ভ্যাকসিন গ্রহণের জন্য যারা নিবন্ধন করেছেন তারা নিবন্ধনে ব্যবহৃত মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারবেন। অনেকেই হয়তো বিভিন্ন দোকান বা অন্য কারও নম্বর থেকে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছিলেন। তারা এবারে নিজেদের নম্বরটি সেট করে নেওয়ার সুযোগ পাবেন।
ভ্যাকসিন গ্রহণের কেন্দ্র পরিবর্তনের বিষয়টিও চিন্তা করা হচ্ছে বলে জানান ডা. খুরশিদ। অনেকেই বিভিন্ন কারণে কোনো কেন্দ্র নির্বাচন করেছিলেন, যেখানে যাওয়া এখন তার জন্য কঠিন হতে পারে। সে কারণেই এই বিষয়টি আমরা ভাবছি। সিদ্ধান্ত আকারে এলে সেটি সবাইকে জানানো হবে।
সারাবাংলা/এসবি/টিআর