মার্চ-এপ্রিলে বাড়তে পারে সংক্রমণ— আশঙ্কা স্বাস্থ্য অধিদফতরের
৩ জানুয়ারি ২০২২ ১৫:৩৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১৯:৫১
ঢাকা: আগামী মার্চ-এপ্রিলে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদফতর। এ আশঙ্কা থেকে এ মাসের মধ্যেই হাসপাতালগুলোকে পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্য নিয়ে অধিদফতর কাজ করছে।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে হেলথ রিপোর্টার্স ফোরামের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে অধিদফতরের মহাপরিচালক (ডিজি হেলথ) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এসব কথা বলেন।
ডিজি হেলথ বলেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আসছে মার্চ-এপ্রিলে সংক্রমণ আবার বাড়তে পারে। সেই আশঙ্কা মাথায় রেখে আমরা জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে প্রস্তুত করতে কাজ করছি। জানুয়ারির মধ্যেই হাসপাতালগুলোকে প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।
আরও পড়ুন- ‘কো-মরবিডিটি থাকলে কম বয়সীরাও বুস্টার ডোজ পাবেন’
ডিজি হেলথ আরও বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রস্তুত রাখার লক্ষ্য রয়েছে আমাদের। এছাড়া প্রতিটি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন পরিপূর্ণভাবে স্থাপন করা হবে। জানুয়ারির মধ্যেই এসব কাজও শেষ করার পরিকল্পনা আছে আমাদের।
অধ্যাপক ডা. খুরশীদ বলেন, গত বছরের জুন-জুলাইয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ের পৌঁছালে চাহিদার তুলনায় অক্সিজেনের সরবরাহ কম ছিল। বর্তমানে ৪০টি হাসপাতালে অক্সিজেন জেনারেটর স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই ৪০টি ছাড়াও বিভিন্ন উৎস থেকে আরও কিছু অক্সিজেন জেনারেটর স্থাপন করতে সক্ষম হয়েছি।
সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরও জানান, যারা বিভিন্ন ধরনের কো-মরবিডিটিতে ভুগছেন যারা তারা ৬০ বছরের চেয়ে কম বয়সী হলেও বুস্টার ডোজ পাবেন। দুয়েকদিনের মধ্যেই এই বয়সসীমা কমিয়ে আনা হবে।
সারাবাংলা/এসবি/টিআর
অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম করোনা সংক্রমণ ডিজি হেলথ স্বাস্থ্য অধিদফতর