সৈয়দ আশরাফের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
৩ জানুয়ারি ২০২২ ১১:১৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১২:৪৪
ঢাকা: সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে তার মৃত্যু হয়।
সৈয়দ আশরাফের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
সৈয়দ আশরাফ ১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহে জন্ম নেন। তার বাবা মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন আশরাফ। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৫ সালে তার বাবাসহ জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর আশরাফ যুক্তরাজ্যে চলে যান। সেখানে আওয়ামী লীগকে সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৯৬ সালে কিশোরগঞ্জ সদর আসন থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।ৎ
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ।
সারাবাংলা/একেএম