বছরজুড়েই আলোচনা-সমালোচনায় আ. লীগ, প্রশংসিত শেখ হাসিনা
৩ জানুয়ারি ২০২২ ১০:৩৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১০:৩৯
ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্য দিয়ে আরও একটি বছর কাটাল টানা মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বছরের অধিকাংশ সময় রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকলেও বেশকিছু আলোচিত ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ বছরটি পার করে। দলীয় বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও বছরজুড়েই নেতৃত্বের সম্মুখভাগে থেকে প্রশংসিত হয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল বছর বিতর্কিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে কঠোরতা দেখিয়েছেন তিনি, যা আগামী দিনে অনেকের জন্যই সাবধান বার্তা হিসেবে কাজ করবে। তবে নোয়াখালী থেকে গাজীপুর এবং হেলেনা জাহাঙ্গীর থেকে একজন প্রতিমন্ত্রীর সমালোচিত কর্মকাণ্ডের পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রাণহানির ঘটনা নিয়ে বিব্রতকর পরিস্থিতি সামলাতে হয়েছে আওয়ামী লীগকে।
যা নিয়ে আলোচনা-সমালোচনা
২০২১ সাল ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপনের বছর। কিন্তু করোনাভাইরাসের মহামারি পরিস্থিতির কারণে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে মুজিববর্ষের কর্মসূচি উদযাপিত হয়। প্রতিবেশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ সার্কভুক্ত কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এসব কর্মসূচিতে অংশ নেন। এছাড়া ভিডিও বার্তা ও শুভেচ্ছা বার্তা পাঠিয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরা শুভেচ্ছা জানান।
বছরের বিভিন্ন সময়ে আলোচনায় আসে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ড। এ সমস্ত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে কয়েকজনকে দল ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে সর্বাধিক আলোচিত ও সমালোচিত হয়েছেন পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বিতর্কিত বক্তব্যের কারণে দল ও মেয়রের পদ হারান গাজীপুরের জাহাঙ্গীর আলম। বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডে আলোচনায় আসেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীর। তাকেও দল থেকে বহিষ্কার করা হয়।
বছরের শেষ পর্যায়ে এসে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগে বাধ্য করা হয়। নারী বিদ্বেষী বক্তব্যের কারণে মুরাদ হাসানের পদত্যাগের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন। ৭ ডিসেম্বর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। মুরাদ হাসানের এই ঘটনা ছিলো বহুল আলোচিত। এর আগে, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে গত ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। এর পর তাকে মেয়র পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
এরপর দল থেকে বহিষ্কার ও শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হয় রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ১ ডিসেম্বর গ্রেফতার হন আব্বাস আলী। আরেকটি আলোচিত ঘটনা ছিল আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে গত ২৫ জুলাই আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এবং পরে গ্রেফতার হন তিনি।
গেল বছর দলের দুই গুরুত্বপূর্ণ নেতাকে হারিয়েছে আওয়ামী লীগ। করোনভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৪ এপ্রিল মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। এ বছরই মারা যান সবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগের প্রবীণ নেতা পার্লামেন্টারিয়ান অধ্যাপক আলী আশরাফ। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে দলের অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।
এদিকে, আওয়ামী লীগের সভাতিমণ্ডলীর সদস্য হিসাবে মনোনীত হন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও সাবেক কেন্দ্রীয় নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
স্থানীয় নির্বাচন: দ্বন্দ্বে হতাহতে বিব্রত
২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে হতাহতের ঘটনা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই নির্বাচনে অধিকাংশ ইউনিয়নেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। দলীয় চেয়ারম্যান প্রার্থীকে চ্যালেঞ্জ করে অধিকাংশ ইউপিতেই আওয়ামী লীগ থেকে একাধিক বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায়। আগে থেকে কঠোর হুঁশিয়ারি থাকার পরও বিদ্রোহী প্রার্থী ঠেকাতে পারেনি আওয়ামী লীগ। এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক জায়গায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় একশ জনের মতো প্রাণ হারান এবং আহন হন কয়েকশ’। স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রার্থী মনোনয়নসহ কয়েকটি সংসদীয় উপ নির্বাচন ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
আলোচিত মির্জা কাদের
২০২১ সালে নানা মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন নোয়াখালীর আলোচিত পৌর মেয়র আবদুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নেই তিনি বসুরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত মন্তব্য বা কখনো তার কারণে বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনাও ঘটে।
তার আলোচিত-সমালোচিত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যেই এক পর্যায়ে অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক করা হয় অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেলকে। কমিটির সদস্য হিসেবে একরামুল করিম চৌধুরীর সঙ্গে তার পরিবারের আরও তিন জনকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়। তবে কমিটিতে রাখা হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে।
সারাবাংলা/এনআর/পিটিএম