দুর্নীতি আছে— স্বীকার করতে হবে: পরিকল্পনামন্ত্রী
২ জানুয়ারি ২০২২ ২২:৩৯ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ২৩:২৩
ঢাকা: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের অর্জন টেকসই করার ক্ষেত্রে দুর্নীতিকে একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আর দুর্নীতি দূর করতে হলে দুর্নীতি আছে— এটি স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
মন্ত্রী বলেন, দুর্নীতি আছে— এটি স্বীকার করতে হবে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতির সুযোগ রয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, প্রকল্প ব্যায় বৃদ্ধি ও দুর্নীতি এলডিসি গ্র্যাজুয়েশন টেকসই করার পথে বড় চ্যালেঞ্জ। সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা কয়েকগুণ বাড়লেও দুর্নীতির বিষয়টি অস্বীকার করা যায় না। এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়। দুর্নীতি কমাতে হলে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি শক্ত অবস্থান নিতে হবে।
রোববার (২ জানুয়ারি) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রস্তুতি’ বিষয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাহীনতা রয়েছে। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, শিক্ষাব্যবস্থা, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি জনগণের এই আস্থাহীনতার কারণে সরকারের ক্ষতি হচ্ছে। সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে এ অবস্থার উত্তরণ হওয়া প্রয়োজন।
দুর্নীতি বিষয়ে মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তাদের একাধিক গাড়ি ব্যবহারের প্রবণতাকে তাদের ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করতে হবে। দুর্নীতির ঘটনায় দায়ী ব্যাক্তিদের অবশ্যই তিরষ্কার ও অপরাধ অনুযায়ী দণ্ডের ব্যবস্থা করতে হবে।
এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মানবসম্পদ উন্নয়নের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে এখনো ৪০ শতাংশ মানুষ নিরক্ষর। তাই অগ্রাধিকারভিত্তিতে সাক্ষরতার হার বাড়ানো ও গুণগত শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি।
এলডিসি গ্র্যাজুয়েশন বাস্তবায়নে গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা নির্বাচন। যেকোনো নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া উচিত। তবে নির্বাচন নিয়ে দ্বিমুখীতা থাকা উচিত নয়। কেউ নির্বাচনে অংশগ্রহণ না করলেও তা প্রতিহত করার অধিকার তারা রাখে না।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি থেকে উত্তরণের পথে দুর্নীতি একটি বড় বাধা। দুর্নীতি না থাকলে প্রবৃদ্ধি আরও বাড়ত। তাই এলডিসির চ্যালেঞ্জ উত্তরণে দুর্নীতির লাগাম টেনে ধরাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এলডিসি থেকে উত্তরণের ফলে সরকার ও জনগণের আত্মবিশ্বাস ও মর্যাদার বিকাশ ঘটবে।
এলডিসির চ্যালেঞ্জ উত্তরণে হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ করেন। সুপারিশগুলো হলো— এলডিসি থেকে উত্তরণের পর অন্তত আরও ১২ বছর বিদ্যমান শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেতে অর্থনৈতিক কূটনীতি জোরদার করা; বিকাশমান ওষুধ শিল্প পেটেন্ট সুবিধা বাড়াতে জোর চেষ্টা অব্যাহত রাখা; এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করে বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহ বাড়িয়ে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা কমানো; রাজস্ব আহরণে বৈচিত্র্য আনাসহ আভ্যন্তরীণ উৎস থেকে আয় বাড়ানো; জাতীয় পর্যায়ে মানব উন্নয়ন প্রতিবেদন তৈরি করে মানবসম্পদ উন্নয়নে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া; কোভিড সৃষ্ট অর্থনৈতিক ভঙ্গুরতা উত্তরণে নব্য দরিদ্রে আয় বাড়ানোর উপযোগী কর্মসূচি নেওয়া; এলডিসি থেকে উত্তরণে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার জন্য গঠিত তহবিল থেকে বাংলাদেশের সহায়তা কমে যাবে বলে জলবায়ু অর্থায়নে বৈদেশিক উৎসের ওপর নির্ভর না করে অভ্যন্তরীণ উৎস থেকে জলবায়ু অর্থায়ন নিশ্চিতের মাধ্যমে বিপন্ন জনগোষ্ঠী ও জলবায়ু উদ্বাস্তুদের জন্য অর্থায়ন নিশ্চিত করা; আমদানি-রফতানিতে ব্যয় কমানোর জন্য পরিবহন-বন্দর, আইসিটি অবকাঠামো উন্নয়ন করে বিদ্যুৎ ও জ্বালানি সক্ষমতা আরও বড়িয়ে মূল্য সহনীয় পর্যায়ে রাখা; ব্যাংকিংসহ পুরো আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে খেলাপি ঋণ কমানো; এবং দেশের লিঙ্গ সমতা অর্জনের জন্য বাস্তবতা নিরিখে কার্যকর পদক্ষেপ নেওয়া।
ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক অনিমেষ কর, সাংবাদিক কাবেরী মৈত্রেয় ও সাংবাদিক সুশান্ত সিনহা।
সারাবাংলা/টিআর