Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে একই স্থানে বিএনপি-যুবলীগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ২২:৩৪

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শহিদ সরণি এলাকায় সমাবেশের ডাক দিয়েছে জেলা বিএনপি। অপর দিকে ওই স্থান থেকে ১০০ গজ দূরে শহিদ মিনার এলাকায় গণতন্ত্রের বিজয় উদযাপনে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী যুবলীগ।

এসব কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় রোববার (২ জানুয়ারি) রাতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার (৩ জানুয়ারি) বিকেলে শহরের শহিদ সরণি এ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারেরর অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আবু সুফিয়ান সারাবাংলাকে বলেন, ‘দু’টি পক্ষের কর্মসূচির কারণে উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন মাঠে রয়েছে। ১৪৪ জারির নথি থানাতে পাঠানো হচ্ছে। এরপর মাইকিং করা হবে।’

এদিকে, রোববার সন্ধ্যা পর্যন্ত সমাবেশকে কেন্দ্র করে মঞ্চ তৈরির কাজ করেছেন শতাধিক শ্রমিক। জড়ো হওয়া বিএনপির তৃণমূল নেতাকর্মীর মাঝেও উৎসাহ দেখা গেছে। জেলা বিএনপির কার্যালয় ও শহিদ মিনার এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। জেলার নয় উপজেলা থেকে ৫০ হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করবেন বলে দাবি বিএনপির নেতাদের।

এর আগে, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে সোমবারের সমাবেশ ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকলকে অবহিত করেছি। গণতান্ত্রিক দেশ হিসেবে প্রশাসন, আওয়ামী লীগসহ সকলের সহযোগিতা করবে সেটাই প্রত্যাশা করছি।’

প্রশাসনের কাছ থেকে কোন ধরনের বাধা পেয়েছেন কি না? এমন প্রশ্নে লুৎফর রহমান কাজল বলেন, ‘আমরা সমাবেশের জন্য পাবলিক লাইব্রেরি মাঠ, ঈদগাহ ময়দান, মুক্তিযোদ্ধা মাঠের অনুমতি চেয়েছিলাম। আমাদের সেখানে অনুমতি দেয়নি। সমাবেশে হাজার হাজার জনতা সমবেত হবেন। তারপরও আমি আশা করছি, সকলের সহযোগিতা পাব।’

বিজ্ঞাপন

অপরদিকে, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর সারাবাংলাকে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। বাংলাদেশ আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করে আসছে। গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হবে।’

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ‘দু’টি পক্ষের কর্মসূচির কারণে উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সারাবাংলা/পিটিএম

কক্সবাজার বিএনপি যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর