Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমবঙ্গে ফের করোনাকালীন বিধিনিষেধ জারি

আন্তর্জাতিক ডেস্ক
২ জানুয়ারি ২০২২ ২০:৪৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ২১:৩৮

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক বিধিনিষেধ জারি করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এক ঘোষণায় জরুরি কয়েকটি বিধিনিষেধের কথা জানান।

জানা গেছে, সোমবার থেকে রাজ্যের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে। তবে দূরপাল্লার ট্রেন চলবে স্বাভাবিক নিয়মে।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার থেকে রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে বাজার, সিনেমা হল, শপিং মল। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে রাত্রিকালীন কারফিউ। এসময় জরুরি পরিষেবা ছাড়া কোনো গাড়ি চলাচল করবে না। সকল সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী থাকবেন। এছাড়া কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না।

জানা গেছে, সোমবার থেকে পার্ক ও চিড়িয়াখানাও বন্ধ থাকবে। তবে আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত সোমবার থেকে আজ রোববার পর্যন্ত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে সাড়ে পাঁচ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। রোববার শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার।

সারাবাংলা/আইই

করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ পশ্চিমবঙ্গ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর