রফতানি আয়ে নতুন রেকর্ড, ১ মাসেই ৫০০ কোটি ডলার ছুঁইছুঁই
২ জানুয়ারি ২০২২ ২০:১৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ২১:১৪
ঢাকা: দেশের রফতানি আয়ে নতুন রেকর্ড হয়েছে। একক মাসে এখন রফতানি আয় ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার ছুঁইছঁই করছে। সদ্য সমাপ্ত ডিসেম্বরে বিভিন্ন পণ্য রফতানি করে বাংলাদেশ ৪৯০ কোটি ডলার আয় করেছে। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ দশমিক ৪৫ শতাংশ বেশি।
রোববার (২ জানুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
তথ্য বলছে, সর্বশেষ অর্থবছরের (২০২০-২১) ২০২০ সালের ডিসেম্বরের চেয়ে সদ্য সমাপ্ত মাসটিতে প্রায় ৫০ শতাংশ বেশি আয় এসেছে। দেশের ইতিহাসে এর আগে কখনো একক মাসে এত বৈদেশিক মুদ্রা আয় হয়নি। এর আগে একক মাসে সর্বোচ্চ আয় এসেছিল গত বছরের অক্টোবরে। ওই মাসটিতে আয় হয়েছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ডলার। আর সদ্য সমাপ্ত ডিসেম্বরে আয় হয়েছে ৪৯০ কোটি ডলার।
ইপিবির তথ্য বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ২ হাজার ৪৬৯ কোটি ডলারের বিভিন্ন পণ্য রফতানি করা হয়। এই আয় গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ৪১ শতাংশ বেশি। এই ছয় মাসে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১৩৮ কোটি ৪০ লাখ ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।
ইপিবির তথ্যে দেখা গেছে, জুলাই-ডিসেম্বরে তৈরি পোশাক ছাড়াও কৃষি প্রক্রিয়াজাত, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য ও হস্তশিল্প রফতানি বেড়েছে। ফলে সামগ্রিক পণ্য রফতানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে পাট ও পাটজাত পণ্যের রফতানি আয় কমেছে সাড়ে ১১ দশমিক ৬৮ শতাংশ। মোট রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৯৯০ কোটি ডলারই এসেছে তৈরি পোশাক খাত থেকে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ০২ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৫ দশমিক ১৯ শতাংশ।
এছাড়া ৬৫ কোটি ৪০ লাখ ডলারের কৃষি পণ্য, ৭১ কোটি ৬০ লাখ ডলারের হোম টেক্সটাইল, ৫৬ কোটি ৩৯ লাখ ডলার চামড়া ও চামড়াজাত পণ্য, ৫৯ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে। হিমায়িত মাছ রফতানি থেকে আয় হয়েছে ৩৩ কোটি ৯০ লাখ ডলার। ওষুধ রফতানি থেকে এসেছে ১০ কোটি ৫৫ লাখ ডলার। মোট রফতানি আয়ের মধ্যে ৮০ দশমিক ৫৭ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে। এর মধ্যে নিট পোশাক থেকে এসেছে ১ হাজার ১৬৬ কোটি ১৬ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩১ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৬ দশমিক ৩৫ শতাংশ। ওভেন পোশাক থেকে এসেছে ৮৭৩ কোটি ৯০ লাখ ডলার। আয় বেড়েছে ২৪ দশমিক ৫০ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরে পণ্য রফতানি আয়ের মোট লক্ষ্য ধরা হয়েছে ৪৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এর মধ্যে তৈরি পোশাক খাত থেকে আয়ের লক্ষ্য ধরা আছে ৩৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার। গত ২০২০-২১ অর্থবছরে পণ্য রফতানি থেকে ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন ডলার আয় করে বাংলাদেশ, যা ছিল আগের বছরের চেয়ে ১৫ দশমিক ১০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৩৬৭ কোটি (৩৩.৬৭ বিলিয়ন) ডলারের পণ্য রফতানি হয়, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ১৭ শতাংশ কম।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম