Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ: স্বাস্থ্য অধিদফতর

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ১৭:০৮ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ২০:১২

ঢাকা: গত এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক রোবেদ আমিন। রোববার (২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডা. রোবেদ আমিন বলেন, ‘দেশে করোনা সংক্রমণের হার গত ২০ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। দীর্ঘ সময় ধরে এ হার দুইয়ের নিচে বা কখনো একের নিচেও ছিল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫ আর ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫। করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।’

রোবেদ আমিন জানান, দেশে করোনায় যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে পঞ্চাশোর্ধ্বদের সংখ্যা অনেক বেশি। তবে ৪১ থেকে ৫০ বছর বয়সী মানুষের মধ্যে মৃত্যুর হার ১১ শতাংশ।

করোনার নতুন ধরন ওমিক্রন সম্পর্কে তিনি বলেন, ‘গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এর তিন দিন আগে বতসোয়ানায় এটি ধরা পড়ে।’

এ সংক্রান্ত গবেষণার তথ্য তুলে ধরে রোবেদ আমিন বলেন, ‘আশার কথা হলো ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবার জন্য মাস্ক পরিধান করার কোনো বিকল্প নেই। নিজের সুরক্ষার জন্য শুধু নয়, অন্যের জন্যও এটি জরুরি।’

সারাবাংলা/এসবি/এজেড/পিটিএম

টপ নিউজ ভাইরাস সংক্রমণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর