আজ রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে গণফোরাম
২ জানুয়ারি ২০২২ ১৬:৩১ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ২০:১৪
ঢাকা: ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম আজ রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয় নিয়ে সংলাপে অংশ নিচ্ছে। দলটির সংসদ সদস্য মোকাব্বির খানের নেতৃত্বে আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন।
জানা গেছে, এই সংলাপে ড. কামাল হোসেন যাচ্ছেন না। তিনি অসুস্থতার কারণে এই সংলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন। তবে একটি দলীয় সূত্র সারাবাংলাকে জানিয়েছে, তিনি রাজনৈতিক কৌশলগত কারণে ওই সংলাপে অংশ নিচ্ছেন না।
এদিকে ড. কামাল হোসেনকে সংলাপে অংশগ্রহণ না করার জন্য মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের পক্ষ থেকে চিঠি দিয়ে লিখিতভাবে জানানো হয়েছে।
গণফোরাম সূত্র জানিয়েছে, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন করার বিষয়টির ওপর জোর দেবে। দলটির সংসদ সদস্য মোকাব্বির খান সারাবাংলাকে জানিয়েছেন, সন্ধ্যায় ছয়টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবেন তারা।
সারাবাংলা/এএইচএইচ/আইই