Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযান-১০ লঞ্চের দুই সারেং কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ১৬:০১ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ১৭:২৬

ঢাকা: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই সারেংকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন নৌ-আদালতের বিচারক।

রোববার (২ জানুয়ারি) নৌ-আদালতের বিচারক জয়নব বেগমের আদালতে লঞ্চের প্রধান সারেং মাসুম বিল্লাহ ও দ্বিতীয় সারেং আবুল কালাম আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

তাদের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন নৌপরিবহন অধিদফতরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন।

শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ও নিহতের ঘটনায় লঞ্চের মালিক হামজালাল শেখসহ আটজনের বিরুদ্ধেগত ২৬ ডিসেম্বর নৌ পরিবহন অধিদফতরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

ওইদিন মামলাটি আমলে গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আরও পড়ুন-

সারাবাংলা/এআই/একে

এমভি অভিযান-১০ টপ নিউজ লঞ্চে আগুন সুগন্ধা নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর