Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ট্রলি-সিএনজি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ১২:৩০

সুনামগঞ্জ: জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি) দুপুরে রানীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আমির আলী (৪৫) একই ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রানীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করেছে।

জগন্নাথপুর থানার এস আই ওবায়েদ উল্লাহ বলেন, সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আমরা তাদের লাশ উদ্ধার করেছি। ট্রলির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ সড়ক দুর্ঘটনা সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর