Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির সংলাপে সিপিবিও যাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২২ ২২:২৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ১৯:৩৯

ফাইল ছবি

ঢাকা: বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম (একাংশ) এবং জোটসঙ্গী দল বাসদের পর এবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংলাপে অংশগ্রহণের বিষয়ে অপরাগতা জানিয়ে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠিয়েছে সিপিবি।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, `নির্বাচনের আমূল সংস্কারের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বসহ ৫৩টি সুনির্দিষ্ট পদক্ষেপের সুপারিশমালা ২০১৭ সালের জানুয়ারি মাসে আপনার কাছে প্রদান করেছিল সিপিবি। এই অবস্থায় হুবহু একই আলোচ্য সূচিতে ও একই প্রকরণের আরেকটি সংলাপে যোগ দিয়ে সিপিবির নতুন কোনো কথা বলার নেই। সেকারণে তাতে যোগদানের প্রয়োজনীয়তা উপলব্ধি করছি না।’

সংলাপে আমন্ত্রণ জানানোয় সিপিবি পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে চিঠিতে বলা হয়, ‘নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকা একান্তভাবে প্রয়োজন। কিন্তু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সেটাই যথেষ্ট নয়। কমিশনের মৌলিক গলদ দূর করতে না পারলে অবাধ-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যাবে না।’

নির্বাচন কমিশন গঠনে দ্রুত আইন প্রণয়নের তাগিদ দিয়ে রাষ্ট্রপতির উদ্দেশে চিঠিতে বলা হয়, ‘আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ- আপনি জাতীয় সংসদকে জরুরি বার্তা পাঠিয়ে আগামী মাসের ভেতরে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করে তা স্বাক্ষরের জন্য আপনার কাছে পাঠাতে বলুন।তাহলে নির্বাচন কমিশন মনোনয়নের আগে সে বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার বৈঠকের প্রয়োজন পড়বে না।’

বিজ্ঞাপন

উল্লেখ, নির্বাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিপিবির সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করা ছিল।

সারাবাংলা/এজেড/পিটিএম

রাষ্ট্রপতির সংলাপ সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর