Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতিসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২২ ২২:২৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ন সাধারণ সম্পাদকসহ ৪ জনকে গ্রেফতার করছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কয়েকটি মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সাধারণ সম্পাদক রাশদেুল হাসান রঞ্জন, কর্মী রেজাউল করিম ও ইমন বাশার।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, ‘গ্রেফতারকৃত ব্যক্তিরা ৩০ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। আগামীকাল রোববার (২ জানুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হবে। এছাড়া মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির কর্মীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় নাম উল্লেখ ও অজ্ঞাতসহ বিএনপির প্রায় সাড়ে ৭০০ নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা দায়ের হয়।

এর মধ্যে তিনটি মামলা দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকে এবং বাকি মামলাটি আওয়ামী লীগের একজন কর্মী বাদী হয়ে দায়ের করেন।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ-বিএনপি বিএনপি সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর