Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদ কাদের-মতিউলকে স্মরণ করল ছাত্র ইউনিয়ন

সারাবাংলা ডেস্ক
১ জানুয়ারি ২০২২ ২১:৫৫

চট্টগ্রাম ব্যুরো: সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনে শহীদ ছাত্রনেতা মির্জা কাদের ও মতিউল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন।

শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

এরপর অনুষ্ঠিত এক সভায় ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ‘১৯৭৩ সালের ১ জানুয়ারি ভিয়েতনামের স্বাধীনতার স্বীকৃতির দাবিতে ছাত্র ইউনিয়ন ও ডাকসুর নেতৃত্বে মার্কিন তথ্যকেন্দ্র ঘেরাও কর্মসূচি ছিল। ঢাকায় সেই মিছিলে পুলিশের অতর্কিত হামলায় স্বাধীন বাংলাদেশে প্রথম ছাত্র শহীদ হওয়ার ঘটনা ঘটে। শহীদ হন ছাত্রনেতা মির্জা কাদের ও মতিউল ইসলাম এবং আহত হন শতাধিক নেতাকর্মী। দুই ছাত্রনেতার এই আত্মত্যাগের স্মরণে দিনটিকে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস পালন করা হচ্ছে। ছাত্র ইউনিয়ন বীর শহীদদের রক্তের চেতনাকে সমুজ্জ্বল রেখেছে।’

জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সহ সাধারণ সম্পাদক খালিদ মিরাজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক নিশান রায়, হালিশহর থানার সাধারণ সম্পাদক তানভীর এলাহি, বন্দর থানার সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা, কোতোয়ালি থানার সদস্য অরিত্র ভট্টাচার্য, পাহাড়তলী থানা সংসদের অবিনাশ রায়, নুর নাহার শিরিন।

সারাবাংলা/আরডি/এমও

কাদের-মতিউল ছাত্র ইউনিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর