দেশের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান
১ জানুয়ারি ২০২২ ১৯:২১ | আপডেট: ১ জানুয়ারি ২০২২ ১৯:৩৪
সিলেট: দলমতের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মন্ত্রী বলেন, সড়ক-রেল-আকাশ পথের উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বান্ধব অবকাঠামো নির্মাণ করতে পারলে সিলেটকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
শনিবার (১ জানুয়ারি) দুপুরে নগর ভবন প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৭ ওয়ার্ডে ১১ হাজার ৭০ টি কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকার এক লাখ তিন হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করছে। যা চলতি অর্থবছরের মোট বাজেটের ৩.১১ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে সামাজিক নিরাপত্তা সেবা উপকারভোগীদের কাছে পৌঁছানো হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট মহানগরে দুই হাজারেরও বেশি বস্তি রয়েছে। এসব এলাকায় স্বল্পআয়ের মানুষের বসবাস দিনে দিনে বাড়ছে। সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচির আওতায় মহানগর এলাকায় আরও বেশি বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
পরে নগর ভবনের সম্মেলন কক্ষে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন বিষয়ক মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সারাবাংলা/একেএম