Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২২ ১৯:১৮

বরিশাল: বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতুর টোলপ্লাজায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল শাখাওয়াত মৃধা (৪৫) নিহত হয়েছেন। এসময় তার মোটরসাইকেলে থাকা আরেক আরোহী রফিকুল ইসলাম (৫০) আহত হন। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া, গৌরনদীতে ট্রাক-নসিমন সংঘর্ষে ‍এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে সেতুর দক্ষিণপ্রান্ত পটুয়াখালীর দুমকি থানার লেবুখালী এলাকার পায়রা সেতুর টোলপ্লাজায় ঘটনা দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও এর চালক পলাতক।

নিহত শাখাওয়াত মৃধা বরিশাল সদর উপজেলার বন্দর থানার হিজলতলা এলাকার সালাম মৃধার ছেলে এবং ভোলা জেলা পুলিশে কর্মরত ছিলেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, শাখাওয়াত তার নিকটাত্মীয় মো. রফিককে নিয়ে মোটরসাইকেলযোগে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পায়রা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের টোল দেওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে তারা দু’জন আহত হন।

তিনি ‍আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শওকত হোসেন মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে ট্রাক-নসিমন সংঘর্ষে ‍এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১ জানুয়ারি) ভোরে আশোকাঠি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল খান উজিরপুর উপজেলার কেশবকাঠী গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বলেন, ‘উপজেলার মাহিলাড়া থেকে নছিমনে সবজি নিয়ে ভূরঘাটা বাজার দিয়ে ফিরছিলেন নসিমন চালক মশিউর রহমান ও শ্রমিক শহিদুল খান। ভোর সাড়ে ৪টার দিকে আশোকাঠি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়।’

সারাবাংলা/এমও

ট্রাকের ধাক্কা পুলিশ সদস্য

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর