Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একের পর এক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২২ ১৮:৩৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে একের পর এক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে।’ শ‌নিবার (১ জানুয়ারি) সকা‌লে বাণিজ্যমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ‌নিবার সকা‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহ‌রের ৪ নম্বর সেক্ট‌রে বঙ্গবন্ধু বাংলা‌দেশ-চায়না ‌ফ্রেন্ড‌শিপ এক্সিবিশন সেন্টারে ‘২৬তম ঢাকা আন্তর্জা‌তিক বাণিজ্যমেলা’ শুভ উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

রূপগ‌ঞ্জে বঙ্গবন্ধু বাংলা‌দেশ-চায়না ‌ফ্রেন্ড‌শিপ এক্সি‌বিশন সেন্টারে বাণ্যিজ্যমেলার শুভ উদ্বোধন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জা‌নান মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি ব‌লেন, ‘বর্তমান সরকার ব্যবসা ও শিল্পবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বর্তমান সরকার দেশে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছে। ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের অগ্রগতির চলমান ধারা অব্যাহত রেখে বাংলাদেশ অতি দ্রুত উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে। রূপগ‌ঞ্জে বঙ্গবন্ধু বাংলা‌দেশ-চায়না ‌ফ্রেন্ড‌শিপ এ‌ক্সি‌বিশন সেন্টারে ২৬তম ঢাকা আন্তর্জা‌তিক বা‌ণিজ্যমেলা শুভ উদ্বোধন হওয়ায় ব্যবসা-বাণি‌জ্যে প্রসার ঘট‌বে।

একই অনুষ্ঠা‌নে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। ২০৪১ সালের আগেই উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ।’

বিজ্ঞাপন

এসময় উপ‌স্থিত ছি‌লেন বাণিজ্য স‌চিব তপন কান্তি ঘোষসহ অনেকে।

সারাবাংলা/এমও

উন্নয়ন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর