Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ জানুয়ারি বছরের প্রথম অধিবেশন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২২ ১৭:৫৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২২ ১৯:৩২

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের মধ্য দিয়ে আগামী ১৬ জানুয়ারি শুরু হবে নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন। একাদশ সংসদের ষোড়শ অধিবেশন হবে এটি।

শনিবার (১ জানুয়ারি) সংসদ সচিবালয়ের উপ-সচিব নাজমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, ওই দিন বিকেল চারটায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের বৈঠক আহ্বান করেছেন।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভাষণের পর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব আনা হবে। প্রায় পুরো অধিবেশন জুড়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দেয়।

গত ২৮ নভেম্বর সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, করোনাকালে অন্যান্য অধিবেশনের মতো আগামী অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।

সারাবাংলা/এজেড/পিটিএম

১৬ জানুয়ারি প্রথম অধিবেশন সংসদ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর