Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিটিকে ‘বর্ষপণ্য’ ঘোষণা প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২২ ১৭:০৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২২ ১৮:৪৩

ফাইল ছবি

ঢাকা: ২০২২ সালের জন্য আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে ‘বর্ষপণ্য’ হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১ জানুয়ারি) সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

গণভবন থেকে ভার্চুয়ালি পূর্বাচলের মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর পূর্বাচলে রাজউকের নতুন শহরে স্থায়ী ঠিকানায় অনুষ্ঠিত হচ্ছে। বিগত সময়ে বাণিজ্যমেলা শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হয়ে আসছিল।

নিজস্ব ব্র্যান্ডিং সৃষ্টি করে ব্যবসা-বাণিজ্য প্রসার করার আহ্বান জানিয়ে করোনার সময়েও দেশের রফতানি আয় বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ডিজিটাল ডিভাইস রফতানিতেও আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি। এরইমধ্যেই ২০২০-২১ অর্থবছর এই করোনাকালীন প্রায় ৪৩৬ মার্কিন ডলার রফতানি করতে সক্ষম হয়েছে।’ তা ছাড়া সার্বিক রফতানিও কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, “রফতানিভিত্তিক পণ্য উৎসাহিত করার জন্য প্রতিবছর বর্ষপণ্য অর্থ্যাৎ প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করে থাকি। এবার ২০২২ সালের জন্য আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে ‘বর্ষপণ্য’ হিসাবে ঘোষণা করছি।”

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রান্তে মূল অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর