Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমিট্যান্স প্রণোদনা বাড়িয়ে ২.৫ শতাংশ করেছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২২ ১৬:০০ | আপডেট: ১ জানুয়ারি ২০২২ ১৭:১৪

ঢাকা: চলিত বছরের ১ জানুয়ারি থেকে রেমিট্যান্স প্রণোদনা দুই শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) থেকে নতুন প্রণোদনা কার্যকর করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম পাঠানো এক সংবাদ ‍বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে সরকার কর্তৃক ২ শতাংশ প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের বিদ্যমান হার বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত এ হার চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, সরকার ২০১৯-২০ অর্থবছরে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে প্রথমবারের মতো ২ শতাংশ হারে প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

সরকারের এ নীতিসহায়তার কারণে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বৃদ্ধি পেয়ে ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরিত হয়েছে।

২০১৮-১৯ অর্থবছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এ ছাড়া ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২৪ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার।

যা ২০১৯-২০ অর্থবছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি।

সারাবাংলা/জিএস/একে

টপ নিউজ বাংলাদেশি শ্রমিক রেমিটেন্স শ্রমজীবী বাংলাদেশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর