ভারতের মন্দিরে পদদলিত হয়ে ১২ তীর্থযাত্রীর মৃত্যু
১ জানুয়ারি ২০২২ ১০:০৯
ভারতের জম্মু ও কাশ্মীরের বৈষ্ণো দেবির মন্দিরে পদদলিত হয়ে ১২ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও আরও ১৪ জন আহত হয়েছেন। ভক্তদের ভিড়ের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে শনিবার (১ জানুয়ারি) জানিয়েছে দেশটির কর্মকর্তারা। খবর এনডিটিভি।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ বিষয়ের ওপর নজরদারি করছেন বলে জানিয়েছেন দেশটির এক মন্ত্রী।
পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং জানিয়েছেন, পদদলিত হয়ে ১২ জন তীর্থযাত্রী মারা গেছেন এবং কমপক্ষে আর ১৪ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ত্রিকুটা পাহাড়ে মূল মন্দিরের বাইরে এ ঘটনাটি ঘটেছে।
তিনি আরও জানান, বৈষ্ণো দেবিকে শ্রদ্ধা জানিয়ে নতুন বছর শুরু করার জন্য মন্দিরে ভিড় করেন ভক্তরা। এ সময় একটি বড় ভিড় মন্দিরে প্রবেশের চেষ্টা করলে এ পদদলিত হওয়ার ঘটনা ঘটে। ওই ভিড়টি অনুমতি ছাড়াই মন্দিরে প্রবেশ করেছিল বলে জানা গেছে।
এ ঘটনায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানিয়েছে দেশটির ওই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এনএস
টপ নিউজ তীর্থযাত্রীর মৃত্যু পদদলিত হয়ে মৃত্যু বৈষ্ণো দেবি ভারত