Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে নির্মাণাধীন লিফটে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২২ ১০:০৪

রংপুর: নগরীর চকবাজার আশরতপুরে নির্মাণাধীন লিফটে পড়ে ৮ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ডুবন্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত শিক্ষার্থীর নাম মাহাদিন সরকার তানাম। পীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোনায়েম সরকার মানুর ছেলে। তানাম আশরতপুরের ক্রিয়েটিভ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

বিজ্ঞাপন

তানামের বাবা জানান, নগরীর সর্দারপাড়া এলাকায় দীর্ঘদিন বসবাসের পর শুক্রবার সকালে আশরতপুরের নতুন এক ভাড়া বাসায় ওঠেন পরিবারসহ। নতুন বাসায় ওঠার পর বিকেল থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ছেলের খোঁজ নেওয়া হয়নি। পরবর্তীতে বিকেলের দিকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তানামের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে নতুন ওই বাসার নির্মাণাধীন লিফটের হাউজে পানিবদ্ধ জায়গায় ভেসে থাকতে দেখা যায় তানামকে। তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে খেলাধুলা করা অবস্থায় লিফটের পানি জমানো জায়গায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এএম

দুর্ঘটনা রংপুর লিফটে পড়ে