Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের পোস্ট ‘হ্যাপি নিউ ইয়ার ফ্রম দ্য পদ্মা ব্রিজ’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২১ ২১:৫২ | আপডেট: ১ জানুয়ারি ২০২২ ১৮:৪৩

ঢাকা: স্বপ্নের পদ্মাসেতুতে দাঁড়ানো মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালা শেখ রেহানার ছবি পোস্ট করে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও পুত্র সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (৩১ ডিসেম্বর) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুক স্ট্যাটাস বলেন, হ্যাপি নিউ ইয়ার ফ্রম দ্য পদ্মা ব্রিজ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

বিজ্ঞাপন

সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে জুনের দিকে স্বপ্নের পদ্মা সেতু জনসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিকে শুক্রবার সকালে স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। ‍শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু পরিদর্শনে যান তিনি। সেতুর সাত নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার হেঁটে দেখেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ওঠার পর গাড়ি থেকে নেমে সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত ১৬৫০ মিটার পথ পায়ে হাটেন। এরপর আবার গাড়িতে উঠেন।

প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে মাওয়া প্রান্ত দিয়ে সকাল ৭ টা ৫০ মিনিটে সেতুতে উঠেন। সাড়ে ৮টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন।

জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়া দুইয়ে বোনকে নিয়ে সকালের নাস্তা করেন। পরে আবার সেতু পার হয়ে ফিরে আসেন সড়ক পথে।

এর আগে গত ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে বারবার তাকিয়ে স্বপ্নের পদ্মা সেতু দেখছিলেন। হেলিকপ্টার থেকেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেশ কিছু ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

নতুন বছরের শুভেচ্ছা সজীব ওয়াজেদ জয়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর