Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৫ কোটি টাকা লোকসান নিয়ে চিনিকলে আখ মাড়াই শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২১ ১৯:৩৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ২০:৪২

জয়পুরহাট: জয়পুরহাট চিনিকলে ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৫৯তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৭৫ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে ডোঙ্গায় আখ ফেলার মধ্য দিয়ে দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবার মাড়াই মৌসুম শুরু করলো।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু।

জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বাণিজ্যিক পরিচালক যুগ্ম সচিব আনোয়ার হোসেন, বিসএফআইসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মোহসীন আলী, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

এছাড়াও আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, শ্রমিক ফেডারেশনের সাধারণ সভাপতি আখতার হোসেন অন্যরা।

এই মৌসুমে ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে। এরমধ্যে রয়েছে জয়পুরহাট এলাকার ২৫ হাজার মেট্রি টন আখ ও রংপুরের মহিমাগঞ্জ চিনিকল এলাকার ৫ হাজার মেট্রিক টন আখ। ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৮০০ মেট্রিক টন চিনি চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, গতবারের মতো এবারও মিল গেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৩৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৩৪৩ টাকা দরে আখ কেনা হবে।

এছাড়া এবার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আখ আখ মাড়াই জয়পুরহাট চিনিকল টপ নিউজ লোকসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর