Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজদের সন্ধানে ৩ নদীতে অভিযান, ঘাট থেকে সরানো হলো পোড়া লঞ্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২১ ১৭:৩৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ২০:৫৫

ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের অষ্টম দিনেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি। এদিকে স্থানীয় লঞ্চ শ্রমিক ও ঘাট ইজারাদারের দাবির মুখে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে রাখা পোড়া লঞ্চ এমভি অভিযান ১০টি সরিয়ে সুগন্ধা নদীর ডিসি পার্কের কাছে রাখা হয়েছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি ইউনিট টিম লিডার মো. হুমায়ুন কবির জানান, ভোর থেকেই সুগন্ধা, বিশখালি আর গাবখান নদীতে নিখোঁদের সন্ধানে চলে অভিযান। কিন্তু কোনো মরদেহের সন্ধান মেলেনি। তবে আরও কয়েক দিন উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এদিকে আগুনে পোড়া লঞ্চটিকে ঝালকাঠি লঞ্চঘাট থেকে সরিয়ে সুগন্ধা নদীর ডিসি পার্কের কাছে রাখা হয়েছে। লঞ্চ ঘাটে ঝালকাঠি-ঢাকা রুটের লঞ্চ ভেড়ানো এবং যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধার জন্য পোড়া লঞ্চটি সরিয়ে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের পর ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া দুই মামলায় পোড়া লঞ্চটিকে জব্দ দেখিয়েছে সদর থানা পুলিশ। মামলা ও তদন্ত কমিটির পরিদর্শনের কারণে পোড়া লঞ্চটিকে ঝালকাঠিতে রাখতে হচ্ছে বলে পুলিশ জানায়।

গত বৃহস্পতিবার মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে ভয়াবহ আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন লঞ্চের অনেক যাত্রী।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

এমভি অভিযান-১০ টপ নিউজ লঞ্চে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর