Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেনের সঙ্গে ফোনালাপে সন্তুষ্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২১ ১৩:৫৩ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৩:৫৭

ভ্লাদিমির পুতিন, ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের সঙ্গে চলামান উত্তেজনার প্রেক্ষাপটে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে মার্কিন নেতাকে সতর্ক করে দিয়েছেন তিনি। খবর এএফপি।

পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

ইউরি উশাকভ বলেন, ক্রেমলিন সার্বিকভাবে এ আলোচনায় খুশি। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে মার্কিন নেতাকে সতর্ক করেছেন তিনি।

পুতিনের উপদেষ্টা আরও বলেন, বাইডেনকে সতর্ক করে পুতিন বলেন, মস্কো আসন্ন নিরাপত্তা আলোচনা থেকে একটি বাস্তবসম্মত ফলাফল আশা করে এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন তিনি।।

‘এটি হবে একটি বড় ভুল। আমরা আশা করি তা ঘটবে না’- বাইডেনকে সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট।

সারাবাংলা/এনএস

জো বাইডেন পুতিন-বাইডেন ফোনালাপ ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর