Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২১ ১৩:১৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৭:২৬

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাসেল ও’নীল নামে সর্বাধিক পরিচিত।

ডিএমপির তেজগাঁও জোনের সহকারী উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাতের খাবার খেয়ে নিজ কক্ষে যান রাসেল। রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলেন। ঘরে ঢুকে সিলিং ফ্যানে তার ঝুলন্ত লাশ দেখতে পান তারা।

এডিসি হাফিজ আরও জানান, একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তবে সুইসাইড নোটের বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাসেল ও’নীলের সুইসাইড নোট।

তবে রাসেল ও’নীল স্বাক্ষরিত একটি সুইসাইড নোট স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই নোটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়। আমি স্বেচ্ছায় আত্মহনন করলাম। এর সাথে কাউকেই জড়িত করা যাবে না এবং আমার দেহের কোনো পোস্টমর্টেম হবে না।’

সারাবাংলা/টিআর/এএম

টপ নিউজ রাসেল ও’নীল