Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজে ট্রাক, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২১ ২৩:৩২

জয়পুরহাট: পাঁচবিবিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মোটরসাইকেল মেরামতের গ্যারেজে ট্রাক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চাপায় আব্দুল মোমিন (৩৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এসময় জয়নুল (৪৫) নামের অপর একজন আহত হন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আব্দলু মোমিন উপজেলার রামভদ্রপুরের ত্রিপুরা গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং আহত জয়নুল উপজেলার নন্দইল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

ওসি পলাশ চন্দ্র দেব জানান, আব্দুল মোমিন ও জয়নাল হোসেন মোটরসাইকেল মেরামতের জন্য বাগজানা বাজারের আহাদ গ্যারেজের সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় হিলি স্থলবন্দর থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই গ্যারেজে ঢুকে পড়ে। এতে আব্দুল মোমিন ও জয়নাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মোমিনকে মৃত ঘোষণা করেন।

অপর আহত জয়নুলের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায় বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

গ্যারেজে ট্রাক জয়পুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর