Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭১’র মতো লড়াই করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২১ ২২:৪৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৩:৫৭

সিরাজগঞ্জ: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “আমি রাজনীতিতে জীবন দিতে রাজি আছি, কেননা জীবনবাজি রেখে এ দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। প্রয়োজনে খালেদা জিয়াকে মুক্ত করতে ৭১’র মতো লড়াই করতে হবে। রণাঙ্গনের সৈনিক হিসেবে রাজপথে যুদ্ধ করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।”

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম নিতে এখন লজ্জা পায়, তারা গণতন্ত্রের ওয়াদা দিয়ে বাকশাল কায়েম করেছিল অথচ জিয়াই এদেশে গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছিলেন জানিয়ে টুকু বলেন, ‘দেশের মানুষের অবস্থা খুব খারাপ, বাজারে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তরাও দিশেহারা হয়ে পড়েছে। এ সরকার ফ্যাসিবাদী সরকার, এ অবৈধ সরকারের দিন শেষ হয়ে গেছে। বাংলার জনগণ এ সরকারকে টেনেহেঁচড়ে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, ইনশাল্লাহ।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ন ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মিলন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাজিদ হাসান বাবুসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

খালেদা জিয়া টপ নিউজ টুকু বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর