Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ড্যাপ গেজেট আকারে প্রকাশ’

সারাবাংলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২১ ১৯:৫৮

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেওয়ার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য ড্যাপ বাস্তবায়ন করা হচ্ছে না। কেউ ক্ষতিগ্রস্ত হলে বা কারো প্রতি অবিচার করা হয়ে থাকলে তাহলে তা অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।’

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করার লক্ষ্যে রিভিউ সংক্রান্ত গঠিত মন্ত্রিসভা কমিটির এক সভায় তাজুল ইসলাম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই ড্যাপ চূড়ান্ত করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছিলো। আমরা আমাদের কথা রাখতে পেরেছি। এটি চূড়ান্ত হওয়ার পরে প্রতি তিন মাস পর পর রিভিউ কমিটির মিটিং হবে। সেই মিটিংয়ে সকল আপত্তি এবং মতামত পর্যালোচনা করা হবে। ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে রিভিউ সংক্রান্ত গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় সকলের মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং অনুমোদনের পরই গেজেট আকারে তা প্রকাশ করা হবে।’ খবর বাসসের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘সব পক্ষের সঙ্গে একাধিকবার বসে আলোচনা করে তাদের পরামর্শ এবং আপত্তি আমলে নিয়ে খসড়া ড্যাপে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাদের আরও যদি কোনো চাহিদা থাকে এবং যেখানে দ্বিমত আছে বা হবে সেগুলো সমাধান করা হবে।’

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন আহমেদ, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ , স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এসময় রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম খসড়া ড্যাপের ওপর একটি প্রেজেন্টেশন দেন।

সারাবাংলা/এমও

গেজেট ডিটেইল্ড এরিয়া প্ল্যান ড্যাপ প্রধানমন্ত্রীর অনুমোদন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর