Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে এগিয়ে মেয়েরা, পাসের হার ৯০.১৯ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২১ ১৯:০৮

বরিশাল: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৯০.১৯ শতাংশ। গত বছরগুলোর মতো গড় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে। তাদের পাসের হার ৯১.২৫ শতাংশ ও ছেলেদের পাসের হার ৮৯.১৭ শতাংশ।

এদিকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২.৬৪ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২.১৫ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার সর্বনিম্ন ৮৮.৭২ শতাংশ।

বিজ্ঞাপন

জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন। এরমধ্যে ৬ হাজার ২১৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ৪ হাজার ৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল শিক্ষাবোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪৪৬টি স্কুল থেকে ১ লাখ ১৩ হাজার ৬ জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে ৯ জনকে পরীক্ষা চলাকালে বহিস্কার করা হয়।

সারাবাংলা/এমও

৯০.১৯ শতাংশ এগিয়ে মেয়েরা এসএসসি বরিশাল বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর