Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থায়ী পরিচালনা সনদ পেল প্রিমিয়ার ইউনিভার্সিটি

সারাবাংলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২১ ১৮:০৪

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ীভাবে ক্যাম্পাস স্থাপন ও পরিচালনার সনদ পেয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম প্রিমিয়ার ইউনিভার্সিটি এই সনদ পেল।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার (২৯ ডিসেম্বর) বিষয়টি জানানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০- এর ১০ ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় প্রিমিয়ার ইউনিভার্সিটিকে এই সনদ প্রদান করেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটি ২০১২ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন পেয়েছিল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। ২০০২ সালের জানুয়ারি মাসে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। মহিউদ্দিনের ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি।

শুরুতে এই বিশ্ববিদ্যালয়ে ২টি অনুষদের অধীনে বিভাগ ছিল ৩টি। বর্তমানে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৬টি অনুষদের অধীনে ১৩টি বিভাগ রয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষা মন্ত্রণালয় স্থায়ী পরিচালনা সনদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর