২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, বেড়েছে সংক্রমণও
৩০ ডিসেম্বর ২০২১ ১৭:৪৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৮:০০
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। তবে শনাক্তের হার কিছুটা কমেছে। কিন্তু একই সময়ে করোনার সংক্রমণ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল এক জন। আগের দিন ৪৯৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৫০৯ জনের শরীরে। অন্যদিকে, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার আগের দিন ছিল ২ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কিছুটা কমে হয়েছে ২ দশমিক ২৫ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুসের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫২টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪৩টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২২ হাজার ৬৬৮টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৭৭টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৮১৫টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ১১ হাজার ৯৪০টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৪ লাখ ৬০ হাজার ৮৭৫টি।
বেড়েছে সংক্রমণ, শনাক্তের হার কিছুটা কমেছে
দেশে আগের দিন ৪৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৫০৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৩৭ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ৩৯৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।
মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন সাত জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭০ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। সাত জনের সবাই হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। এদের মধ্যে পুরুষ চার জন এবং নারী তিন জন।
মৃত সাত জনের মধ্যে ৭১ থেকে ৮০, ৬১ থেকে ৭০, ৫১ থেকে ৬০ বছর বয়সী দুজন করে এবং এক জন রয়েছেন ৪১ থেকে ৫০ বছর বয়সী। এই সাত জনের মধ্যে পাঁচ জন ঢাকা বিভাগের, এক জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন রাজশাহী বিভাগের। বাকি পাঁচ বিভাগে করোনার সংক্রমণ নিয়ে এ সময়ে কেউ মারা যায়নি।
সারাবাংলা/পিটিএম