গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
৩০ ডিসেম্বর ২০২১ ১৬:৫১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৮:১৫
ঢাকা: রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী এক বাস তিন পথচারীকে ধাক্কা দিয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে এক জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান।
তিনি বলেন, গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে দ্রুতগামী একটি বাসের চাপায় আহত তিন জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে এক জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর।
এএসআই খান আরও বলেন, আহত দুই জনের নাম তুষার (৩৫) ও আনোয়ার হোসেন (৩৩)। তাদের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সারাবাংলা/এসএসআর/টিআর