Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২১ ১৬:৫৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ২৩:২৭

ঢাকা: অবসর জীবন একা একা কাটাবেন, কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না বলে জানিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে এক সময় নিজে সাংবাদিকতা করার কারণে অবসরে গিয়ে সাংবাদিকদের মিস করবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় (রেজিস্ট্রার জেনারেলের অফিস সংলগ্ন) মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতি যারা আসবেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের ভালো জ্ঞান থাকা দরকার। অনেক রায়ের মধ্যে হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে হবে। এই লাইব্রেরি উনাদের রায় লেখার জন্য সহায়ক হবে। কারণ এখানে এমনসব বই রাখা আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো রায় যখন হবে তখন পরিপূর্ণভাবে লিখতে পারবেন।’

পরে এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আমার কাজ শেষ। আমি এখন অবসর জীবনযাপন করব। আমি একা একা কাটাব। আমি আগে সাংবাদিকতা করেছি। আপনারা কেউ সাক্ষাৎকার নিতে চাইলে আমি দেব না। এটা কিন্তু আগেই বলে দিলাম।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা এত বেশি লিখেছেন যে, আমি অনেক দিন রাতে ঘুমাইনি। আমি মনে করেছি আপনারা হয়তো আমাকে আপন মনে করে একটু বেশি লিখেছেন। আমি এটাতে মাইন্ড করিনি।’

এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

অবসর গণমাধ্যম টপ নিউজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর