Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আলোর শপথ নিয়ে শিগগিরই রাজপথে নামব’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২১ ১৫:১৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৭:০৬

ঢাকা: ৩০ ডিসেম্বরকে কালো দিবস আখ্যা দিয়ে নাগরিক ঐক্যের নেতারা বলেছেন, জনগণের নতুন স্বপ্ন সৃষ্টির জন্য আলোর শপথ নিয়ে শিগগিরই রাজপথে নামব। ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তারাও যেন এই সরকারের মত জমিদারি প্রথা চালু করতে না পারে সেজন্য রাষ্ট্রযন্ত্রে আনা হবে নয়া সংস্কার।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান মান্না সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, ‘এই সরকার মিথ্যাবাদী, মোনোফেক, ডাকাত এবং চোর। বাংলার জনগণ এই সরকারকে বিশ্বাস করে না। সবকিছু মিলিয়ে সরকারের অবস্থা টালমাটাল। গদি নড়ে গেছে। জাতিসংঘ থেকে এই সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার জাতিসংঘের বক্তব্যের কোনো জবাব না দিয়ে গায়ের জোরে বলে যাচ্ছে, আমেরিকা থেকে আমাদের গণতন্ত্রের ছবক নিতে হবে না।’

মান্না বলেন, ‘এই সরকার গণতন্ত্রের ছবক আমেরিকা থেকে না নিলেও আমি মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, সাইফুল হকসহ আমাদের কাছ থেকে গণতেন্ত্রর ছবক নিতে হবে।’

তিনি বলেন, ‘আজ দেশে বিনা বিচারের মানুষ হত্যা করা হচ্ছে। পুলিশকে ক্রস ফায়রে মানুষ মারার লাইসেন্স দেওয়া হয়েছে। এই ক্রস ফায়ার স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে। প্রথম ক্রস ফায়ারের শিকার হন সিরাজ সিকদার। এই ক্রস ফায়ার দিয়ে জনগণকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। সরকার বিচার ব্যবস্থাসহ জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।’

সংলাপ সম্পর্কে মান্না বলেন, ‘রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। তিনি ডেকেছেন সংলাপ। এই সংলাপ হচ্ছে নাটক। জনগণ এই সরকারকে ঘৃণা করে। জনগণ যে এই সরকারকে ভালোবাসবে তার কোনো পয়েন্ট নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নাগরিক ঐক্য চীন, ভারত এবং আমেরিকাপন্থী নয়। যারা বাংলাদেশের জনগণকে ভালোবাসবে, দেশের সার্বিক মঙ্গল কামনা করবে আমাদের তাদের পন্থী। তাই আমরা দেশ ও জনগণ প্রেমিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এখনই আন্দোলনের জন্য রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।’

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘জনগণের ভোটাধিকার আদায়ের জন্য যুগপৎ আন্দোলনের বিকল্প নেই। তাই আসুন, বছরের শুরুতেই আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের কাঠগড়ায় সরকারের বিচার করি। এবং দেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে আলোর স্বপ্ন বাস্তবায়ন করি।’

গণসংহতির সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, ‘এই সরকার জমিদারি কায়েম করেছে। বিএনপিও যখন ক্ষমতায় ছিল তখন তারা এ দেশে লুটপাটসহ জমিদারি কায়েম করেছিল- এ কথা সত্য। তাই আমাদের নৈতিক শক্তির সঙ্গে ঐক্য করে রাজপথে নামতে হবে। বিএনপির নৈতিক শক্তি নেই।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের পায়ের নিচে মাটি নেই। মাটি সরে গেছে। আন্তর্জাতিক শক্তি ও দেশের রাষ্ট্রযন্ত্রের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। সরকারের সমীকরণও পাল্টে গেছে। তাই দ্রুত রাজপথে নেমে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংস্কার আনতে হবে রাষ্ট্রযন্ত্রে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর