Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসিতে এগিয়ে মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২১ ১৪:৫৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৭:৫৯

ঢাকা: ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক এগিয়ে রয়েছে। এ বছর ছেলেদের মধ্যে পাস করেছে ৯২ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী। যেখানে মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে প্রকাশ হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার পাসের হার ৯৩.৫৮।

এবারের এসএসসি ও সমমানের মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। এবার মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। ছেলেদের পাসের ৯২ দশমিক ৬৯ শতাংশ। এছাড়াও ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে রয়েছে।

সারাবাংলা/টিএস/পিটিএম

এসএসসি ছেলে টপ নিউজ ফল মেয়ে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর