‘করোনা সুনামি’ নিয়ে উদ্বিগ্ন ডব্লিউএইচও
৩০ ডিসেম্বর ২০২১ ১৩:২৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৫:৩৪
করোনাভাইরাসের (কোভিড-১৯) ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ সুনামির সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস। এটি চিকিৎসা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি। খবর আলজাজিরা।
ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) বলেছেন, ‘ডেল্ট ভ্যারিয়েন্টের মতো ওমিক্রনও অতি দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে এবং গুরুতর অসুস্থ করছে, যা একটি সুনামরি দিকে নিয়ে যাচ্ছে। এটি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন।’
করোনা শনাক্ত হওয়ার দুই বছর পর ডব্লিউএইচও’র এই শীর্ষ কর্মকর্তা ওমিক্রনের বিষয়ে সতর্ক করে বলেছিলেন, তথ্য অনুযায়ী করোনার নতুন এই ভ্যারিয়েন্ট খুব দ্রুত সংক্রমণ ছড়ালেও তা মাঝারি ধরনের প্রভাব সৃষ্টি করে।
এর আগে, গত মাসে প্রথম দক্ষিণ আফ্রিকায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টটি শনাক্ত করা হয়। যা ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশে অধিকমাত্রায় সংক্রমণ ঘটিয়েছে।
সারাবাংলা/এনএস
ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনা সুনামি করোনাভাইরাস টেড্রোস আধানম গেব্রেইসাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)