এসএসসিতে বেড়েছে পাসের হার
৩০ ডিসেম্বর ২০২১ ১২:২৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৪:৪৪
ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার প্রতিবছরই পরিবর্তন হয়। কখনো বাড়ে, কখনো কমে। তবে এবারে এসএসসিতে পাসের হার অনেক বেড়েছে। যা গত বছরের তুলনায় ১০ শতাংশেরও বেশি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল প্রকাশের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। গত বছর এই পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। গতবারের তুলনায় যা ১০ শতাংশেরও বেশি।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এরমধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী।
এছাড়াও এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ। এছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৯৩ দশমিক ২২, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
সারাবাংলা/টিএস/এনএস