Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুস্টারে কোভিশিল্ড, ফাইজার, মডার্না—পছন্দের সুযোগ নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২১ ২৩:২৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১২:৫৫

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে শুরু হয়েছে ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ। যারা ইতোমধ্যেই দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের মাঝে ৬০ বছরের বেশি বয়সের নাগরিক ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রথম দুই ডোজ যে ভ্যাকসিনই নেওয়া হোক না কেন, বুস্টার হিসেবে দেশে দেওয়া হবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড, ফাইজার বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিন। এক্ষেত্রে কেন্দ্রে এই তিনটির মধ্যে যে ভ্যাকসিন থাকবে সেটিই দেওয়া হবে বুস্টার হিসেবে। আলাদাভাবে বুস্টার হিসেবে কোনো ভ্যাকসিন পছন্দের সুযোগ নেই।

বিজ্ঞাপন

বুধবার (২৯ ডিসেম্বর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, রাজধানীসহ বিভাগীয় শহর ও জেলায় বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে বুস্টার ডোজ দেওয়া হবে। যারা ইতোমধ্যেই দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের ছয় মাস সময়সীমা পার হলে বুস্টার নেওয়ার জন্য এসএমএস দেওয়া হবে। এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে ৬০ বছরের বেশি বয়সের নাগরিক ও সম্মুখসারির যোদ্ধাদের।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্র থেকে এসএমএস পাওয়ার পরে বুস্টার ডোজ নিতে যেতে হবে। এক্ষেত্রে কেন্দ্রে ভ্যাকসিন যেটি থাকবে সেটিই সবাইকে বুস্টার হিসেবে দেওয়া হবে। আমরা ফাইজারের ভ্যাকসিন দিয়ে বুস্টার দেওয়া শুরু করেছে। কিন্তু দেশের সব স্থানে ফাইজারের ভ্যাকসিন দেওয়া সম্ভব নাও হতে পারে। কারণ এই ভ্যাকসিনটির সংরক্ষণের জন্য কিছু আলাদা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। আর তাই সবখানে এটি না দিতে পারলে দেওয়া হবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বা মডার্নার ভ্যাকসিন। তবে এক্ষেত্রে ভ্যাকসিন গ্রহীতার পছন্দের উপরে কিছু নির্ভর করবে না। কেন্দ্রে প্রাপ্তি সাপেক্ষে বুস্টার ডোজ দেওয়া হবে।

অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, পর্যায়ক্রমে সারাদেশে বুস্টার ডোজ দেওয়া হবে। আমরা এই সময়ে বেশ কিছু জায়গায় ক্যাম্পেইনের মাধ্যমেও ভ্যাকসিন দিচ্ছি। সেসব স্থানে মডার্নার ভ্যাকসিন দেওয়া হতে পারে। সেসব স্থানে হয়তো বুস্টার হিসেবেও মডার্না দেওয়া হবে।

উল্লেখ্য, দেশে ১৯ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়। এ দিন ৬০ জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়। পরবর্তীতে ২৮ ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানে এক হাজার ৩৫৫ জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/আইই

করোনাভাইরাস বুস্টার ডোজ ভ্যাকসিনের বুস্টার ডোজ

বিজ্ঞাপন

এবার কপিল শর্মাকে হত্যার হুমকি
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭

আরো

সম্পর্কিত খবর