লঞ্চে আগুন— বিষখালী নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার
২৯ ডিসেম্বর ২০২১ ২০:৫৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ২৩:৩০
ঝালকঠি: সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় ষষ্ঠ দিনের মতো উদ্ধারকাজ চলাকালে আরও এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। এর ঘণ্টা তিনেক আগেই একই নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওই দুর্ঘটনার পর নদী থেকে উদ্ধার হওয়া এটি তৃতীয় মরদেহ। এর আগে ওই দিনই ৩৯ মরদেহ উদ্ধার করা হয় লঞ্চ থেকে। আর এখন পর্যন্ত লঞ্চের আগুনে দগ্ধ তিন জন মারা গেছেন বার্ন ইনস্টিটিউটে।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে ঝালকাঠির ডহরশংকর এলাকায় বিষখালী নদীর তীরে ওই তরুণের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা সেটি দড়ি দিয়ে বেঁধে রেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ মরদেহটি উদ্ধার করে ঝালকাঠি লঞ্চ ঘাটে নিয়ে যায়।
আরও পড়ুন- লঞ্চে অগ্নিকাণ্ড: সুগন্ধা নদী থেকে আরও ১ নারীর লাশ উদ্ধার
ফায়ার সার্ভিস ও পুলিশ বলছে, নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের ঘণ্টা তিনেকের ব্যবধানে অজ্ঞাত পরিচয় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুইটির কোনোটিই শনাক্ত করা যায়নি। এর মধ্যে নারীর মরদেহটি ঝালকাঠি সদর থানা পুলিশ ও তরুণের মরদেহটি রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর, তরুণের বয়স আনুমানিক ৩০ বছর। নারীর পরনে ছিল গোলাপি রঙের কামিজ, তরুণটির পরনে ছিল জিন্সের প্যান্ট ও শীতের পোশাক।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ওই নারী লঞ্চের যাত্রী ছিলেন। সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়, তরুণের মরদেহটির হাত ও মুখমণ্ডল আগুনে পোড়া। তাই ধারণা করছি তিনি লঞ্চের যাত্রী ছিলেন। সুরতহালের পর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন-
- লঞ্চে আগুন: বরগুনায় গণকবরে ৩০ জনকে দাফন
- আগুন লাগার পরও নদীতে এক ঘণ্টা চলেছিল লঞ্চটি
- অভিযান-১০ লঞ্চে নিখোঁজদের খোঁজে ডিএনএ নমুনা সংগ্রহ
- লঞ্চের আগুনে দগ্ধ স্বজনদের দেখতে গিয়ে প্রাণ গেল ২ জনের
- লঞ্চে আগুন: ৪০ জনের মরদেহ হস্তান্তর, ৪ জনের পরিচয় শনাক্ত
- শেবাচিম হাসপাতালে বন্ধ বার্ন ইউনিট, দগ্ধদের চিকিৎসা সার্জারিতে
- ‘বউ আর ৩টা বাচ্চা বেঁচে আছে না মরে গেছে, তাও বলতে পারছি না’
- লঞ্চে আগুন: নানীর মৃত্যুর খবরে বাড়িতে, ফেরার পথে হারালেন মেয়েকে
সারাবাংলা/টিআর
এমভি অভিযান-১০ টপ নিউজ নদীতে ভাসমান মরদেহ মরদেহ উদ্ধার লঞ্চে আগুন