‘স্বাধীনতা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস’
২৯ ডিসেম্বর ২০২১ ২০:৩৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ২০:৪৪
ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, স্বাধীনতা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস। স্বাধীনতার জন্য শহিদ সব বীর মুক্তিযোদ্ধাদের বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, আজকের এই বাংলাদেশের যা কিছু, সবই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ফসল। বঙ্গবন্ধু না থাকলে এই কর্মাস কলেজও হতো না। তিনি দেশকে স্বাধীনতা এনে দিতে সারাজীবন সংগ্রাম করে গেছেন।
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পর বঙ্গবন্ধু অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন তার অসমাপ্ত কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন। আমরা তারই নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।
ঢাকা কর্মাস কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে ঢাকা কমার্স কলেজের বার্ষিক প্রকাশনা ‘প্রগতি ২০২০’-এর মোড়ক উন্মোচন করেন তারা।
সারাবাংলা/জেজে/টিআর
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ঢাকা কমার্স কলেজ বস্ত্র ও পাটমন্ত্রী