সমুদ্র সৈকতে নারী-শিশু জোন উদ্বোধন
২৯ ডিসেম্বর ২০২১ ১৯:১০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৯:১১
কক্সবাজার: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে নারী-শিশুদের জন্য পৃথক ‘নিরাপদ’ জোনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ওই জোনের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক বলেন, প্রশাসন সৈকতে নারী ও শিশুদের সুরক্ষার বিশেষ উদ্যোগ নিয়েছে। পর্যটনবান্ধব কক্সবাজার গড়তে সবাই একসঙ্গে কাজ করছে। হয়তো এ ছোট উদ্যোগগুলোই পর্যটনে বড় ভূমিকা রাখবে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সৈকতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে নারী ও শিশু। তাদের নিরাপত্তা আলাদা জোনে হলে নিশ্চিতভাবে সে ঝুঁকিমুক্ত থাকবে। জনবল কম হলেও তারা পর্যটকদের নিরাপত্তায় কাজ করা যাচ্ছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম, ট্যুর অপরেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামালসহ সৈকত।
সারাবাংলা/একেএম