Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চের ৩০০ যাত্রীকে উদ্ধার করে পুরস্কার ৫ হাজার টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২১ ১৮:০৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ২০:৪৯

বরিশাল: সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পর নদীতে ঝাঁপ দেওয়া প্রায় ৩০০ যাত্রীকে বিনা ভাড়ায় পারাপার করা ট্রলারচালক মিলন খানকে অর্থ পুরস্কার দিয়েছে জেলা পুলিশ। তাকে নগদ পাঁচ হাজার টাকা দেন পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

ট্রলারচালক মিলন খান জানান, লঞ্চ দুর্ঘটনায় প্রায় ৩০০ যাত্রীকে উদ্ধারে কাজ করেছেন তিনি। বিপদগ্রস্ত যাত্রীদের বিনা ভাড়ায় নিরাপদে তীরে পৌঁছে দিয়েছেন। এ জন্য অনেকেই তাকে এখন ধন্যবাদ জানাচ্ছে।

তিনি বলেন, ‘পুরস্কার পাওয়ার জন্য তিনি আহত যাত্রীদের উদ্ধার করেননি। তবে জেলা পুলিশ তাকে যে সম্মান দেখিয়েছে তাতে তিনি খুব খুশি।’

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, ‘মিলন খান যে কাজটি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সামান্য শুভেচ্ছা উপহার দিয়েছি।’

সারাবাংলা/একে

এমভি-১০ অভিযান টপ নিউজ পুরস্কার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর