Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি মেডিকেলের শিক্ষক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২১ ১৫:৫৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৯:১৩

ঢাকা: হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মামলায় সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৯ ডিসেম্বর) র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক ডা. সালাউদ্দিন চৌধুরী ফার্মাকোলজি বিভাগে কর্মরত।

এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় জিডি করেছিলেন ভুক্তভোগী ছাত্রী।

জিডিতে তিনি অভিযোগ করেন— কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে ক্ষতি হবে বলে অভিযুক্ত শিক্ষক ভয় দেখিয়েছেন বলেও দাবি ওই ছাত্রীর।

এ ঘটনায় জিডির পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকেও লিখিত অভিযোগ দেওয়া হয়।

জিডিতে ওই ছাত্রী আরও অভিযোগ করেন— ২০২০ সালের ৯ সেপ্টেম্বর মেসেঞ্জারে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন ডা. সালাউদ্দিন। এতে রাজি না হওয়ায় তাকে ফেল করিয়ে একই শিক্ষাবর্ষে আটকে রাখার হুমকিও দেন। তাতেও কাজ না হওয়ায় কলেজে বিভিন্নভাবে ডেকে আলাদাভাবে দেখা করতে বলতেন ওই শিক্ষক।  কোনো কিছুতেই রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে ভয়ভীতি দেখাতেন।

সারাবাংলা/ইউজে/একে

যৌন হয়রানি র‍্যাব হলি ফ্যামিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর