রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে না সিপিবি
২৯ ডিসেম্বর ২০২১ ১৪:৩৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ১৯:৪০
ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি সঙ্গে সংলাপে বসবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি)। রাষ্ট্রপতির দফতর থেকে নিমন্ত্রণ পেলেও সিপিবি সংলাপ বর্জন করবে।
আগামী ৩ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসার দিন-তারিখ ঠিক করা হয়।
দলটির দায়িত্বশীল সূত্র বলেছে, রাষ্ট্রপতির সম্মানে সিপিবি সংলাপ বর্জন শব্দটি ব্যবহার না করে অপরাগতা শব্দটি ব্যবহার করবে। আগামী ১ জানুয়ারি রাষ্ট্রপতির কাছে দলটি অপারগতার কথা জানিয়ে দেবে।
এ সব বিষয় নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল কাফি রতন সারাবাংলাকে বলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয় নিয়ে সিপিবি এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমান থাকাবস্থায় সংলাপে অংশ নেয়। আগের সংলাপে যে কথা বলা হয়েছিল, এখনও আমরা সেই অবস্থানে রয়েছে। তাই একই কথা বারবার বলতে যাওয়ার কোনো মানে হয় না।’
আবদুল্লাহ আল কাফি রতন আরও বলেন, ‘তবে আমরা সংলাপ বর্জন করার শব্দটি ব্যবহার না করে অপারগতা কথাটি ১ জানুয়ারি রাষ্ট্রপতিকে জানিয়ে দেব।’
সারাবাংলা/এএইচএইচ/একে
ইসি গঠনে আইন টপ নিউজ রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সংলাপ সংলাপ সিপিবি