‘প্রধানমন্ত্রীর কল্যাণে বাংলাদেশের মানুষ সহজে ভ্যাকসিন পাচ্ছে’
২৯ ডিসেম্বর ২০২১ ১৪:১৫
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বিশ্বের অনেক দেশ ভ্যকাসিন পেতে হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশ সহজে এবং সুন্দরভাবে জনসাধারণকে করোনার ভ্যাকসিন দিচ্ছে। এ কর্মসূচি প্রশংসার দাবিদার।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় তারাবো পৌরসভার নগর স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে মন্ত্রী এ সব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে সঠিক সময়ে বাংলাদেশের মানুষ করোনার ভ্যাকসিন পাচ্ছেন। আমি রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানাই, করোনার হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে সবাই ভ্যাকসিন গ্রহণ করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও মোহাম্মদ ফিরোজ ভূঁইয়াসহ অনেকে।
সারাবাংলা/একে